অত্র উপজেলাধীন ১টি সাব সেন্টার সহ তিনটি কমিউনিটি ক্লিনিক প্রত্যন্ত এলাকা কমিউনিটিদের প্রাথমিক স্বাস্থ্য সেবাসহ মায়েদের প্রসব পূর্ব ও পরবর্তী বিভিন্ন পরামর্শ প্রদান করছে।ছোট ধুরুং সিসি উপজেলা স্বাস্থ্য হতে ৮ কি.মি. দুরত্বে পূর্বে, দুল্যাতলী সিসি উপজেলা স্বাস্থ্য হতে ৮ কি.মি. দুরত্বে পশ্চিমে, মুক্তাছড়ি সিসি উপজেলা স্বাস্থ্য হতে ১৮ কি.মি. দুরত্বে পূর্বে অবস্থিত ।একজন সহকারী সার্জন কমিউনিটি ক্লিনিক পরিচালনা করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে উক্ত পদগুলি শূন্য রয়েছে।বর্তমানে সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীরা ক্লিনিকের নিয়মিত প্রাথমিক চিকিৎসা দিচ্ছে এবং মারাত্মক রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী প্রেরন করছে ।
ইউনিয়ন সাব সেন্টার:
০১ | ময়ুরখীল সাব সেন্টার |
কমিউনিটি ক্লিনিকেরতালিকা:
০১ | ছোট ধুরুং কমিউনিটি ক্লিনিক, লক্ষীছড়ি |
০২ | দুল্যাতলী কমিউনিটি ক্লিনিক, দুল্যাতলী |
০৩ | মুক্তাছড়ি কমিউনিটি ক্লিনিক, বর্মাছড়ি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস